শিক্ষার আলো ডেস্ক
গবেষণায় প্রথমবার ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৭ জন শিক্ষক। মনোনয়নকৃত ১৭ জন শিক্ষকের হাতে এই ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাব কাম গেস্ট হাউস ও ডরমিটোরিরও উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করা। বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে, তা যেন শুধু বিসিএস বা সরকারি চাকরির পড়াশোনার জন্য ব্যবহার করা না হয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা গবেষণা করছেন, আপনারা সবাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় সহায়তা করবেন, এটাই আমার প্রত্যাশা।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।
এবার গবেষণায় অবদানের জন্য ৩টি ক্যাটাগরিতে মোট ১৭ জন শিক্ষককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আউটস্ট্যান্ডিং ক্যাটাগরিতে শরীফ হোসেন, মোহাম্মদ শফিউল্লাহ, স্বপন চন্দ্র মজুমদার এবং মোহাম্মদ বেলাল উদ্দীন অ্যাওয়ার্ড পেয়েছেন। স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন জান্নাতুল ফেরদৌস, খলিলুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসাইন। এ ছাড়া জেনারেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন পার্থ চক্রবর্তী, মিথুন কুমার দাস, মোহাম্মদ মিজানুর রহমান, মেশকাত হাজান, সাদিয়া জাহান, ফয়েজ আহাম্মেদ, শারমিন আকতার রূপা, আবদুল মাজেদ পাটোয়ার, প্রদীপ দেবনাথ ও আবদুল হাকিম।
Discussion about this post