বিশেষ প্রতিবেদক
গত ১৩ জানুয়ারি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(র:) ট্রাস্টের অধীনে মা্ইজভান্ডার একাডেমী কর্তৃক আয়োজিত পঞ্চদশ শিশু কিশোর মেলা নগরীর কাজিরদেউরী আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে নগরীর সুপরিচিত বিদ্যাপীঠ অক্সিজেন স্কুল এন্ড কলেজের নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
নবম শ্রেণির শিক্ষার্থী এস,এম, জুনায়েত মো. আলম, সৈয়দা ইল্লিন, আফরিনা করিম, তাহসিন চৌধুরী প্রদর্শন করে পৃথিবীর সবকিছু গতিশীল, কোনটিই স্থিতিশীল নয়- প্রকল্পটি। দশম শ্রেণির শিক্ষার্থী রাহামা তারমিন কেয়া আক্তারের উপস্থাপনা ছিলো বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুত উৎপাদন।
দশম শ্রেণির দ্বিতীয়দলের প্রকল্প ছিলো আলোকরশ্মির সাহায্যে বস্তুর বিবরধন। এই দলের সদস্য ছিলো শরীফুদ্দিন, রিয়দুর রহমান, রাকিব হাসান ও আশরাফ।
ছাত্রছাত্রীদের এই পরিবেশনা মেলার দর্শকদের প্রশংসা অর্জন করে।
জ্ঞান প্রকল্প সমন্বয় করেন সিনিয়র শিক্ষক মো. জুয়েল ইসলাম, মো. সাগর হোসেন, আতাউল ইসলাম কুতুবী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম। এ প্রসংগে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তােলার লক্ষ্যে আমাদের এই প্রচষ্টা। এসব মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং তাদের মাঝে ঘটবে প্রযুক্তির প্রসার।
Discussion about this post