শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি প্রকাশিত হয়েছে ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এবারের ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি ) আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিক উজ্জামান। আর এই নিয়ে টানা তৃতীয়বার সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশের পর নিজের অনুভুতি ব্যক্ত করে আশিক বলেন, আমার তো অনেক বেশি ভালো লাগছে। আমি প্রথমবারই যে টিকব তা কল্পনাই করিনি। তবে আমার বাবা-মার দোয়া,আল্লাহর রহমত ও নিজের কঠোর পরিশ্রমের প্রতি অনেক বেশি ভরসা ছিল আর তার ফলও আমি পেয়েছি। শুরু থেকেই এই সাফল্যের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। বিভাগের সম্মানীয় স্যাররা নানাভাবে আমাকে সাহায্য করেছেন। সেই সাথে আমার পরিবারও আমার পাশে ছিল ছায়ার মতো। আজকে তাদেঁর স্বপ্নও পূরণ করতে আমি সক্ষম হয়েছি।
সাফল্যের সূত্রধরে ছোটদের উদ্দেশ্যে আশিকের পরামর্শ , এই পরীক্ষায় ভালো করতে হলে বিভাগের প্রত্যেক বিষয়গুলোতে অবশ্যই সমান গুরুত্বসহকারে ফোকাস করতে হবে। সময়ের কাজ সময়ে সম্পন্ন করার মানসিকতা ধরে রাখতে হবে। তাছাড়া নিজের উপর আস্থা আর কঠোর পরিশ্রমে অবিচল হতে হবে। তাহলে সাফল্য আসবে এটা কিন্তু নিশ্চিত।
Discussion about this post