নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে নানাবিষয়ে ক্যারিয়ার গড়ার হাতছানি। পুরো জীবনের গতিপথ ঠিক করবে এইসময়ের সঠিক একটি সিদ্ধান্ত। তাই ক্যারিয়ার বিশেষজ্ঞগনের অভিমত- বেছে নিতে হবে এমন একটি বিষয় যেটি একজন শিক্ষার্থীর মেধার সাথে সাযুজ্যপূর্ণ এবং ভবিষ্যত কর্মবাজারে চহিদাসম্পন্ন।
বন্দরনগরী চট্টগ্রামে এমনই কিছু বিষয়ের উপর আন্তর্জাতিকমানের কোর্স নিয়ে এসেছে বিথ্ম কলেজ অফ প্রফেশনালস্ । চলমান সেশনে ভর্তি হলে গ্রাজুয়েশন কোর্সে ১ লক্ষ টাকা বিশেষ স্কলারশীপ ঘোষণা করেছে !চলমান এডমিশান ফেয়ারে ৫ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হলেই মিলবে এই সুবিধা।
প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন জানান, এখানকার সকল ডিগ্রী OTHM, UK এবং ল্যাটিন আমেরিকান বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক ডিগ্রী যা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় সবদেশেই সমাদৃত। আমাদের ইনস্টিটিউট OTHM, UK এর বিশ্বব্যাপী অনুমোদিত সেন্টারসমূহের মধ্যে একটি।
আন্তর্জাতিক মানের এই ডিগ্রীধারীরা ইউরোপ,আমেরিকা,ইংল্যান্ড,কানাডা,অষ্ট্রেলিয়া,মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে অত্যন্ত সম্মানজনক পদে চাকুরীর সুযোগ পাবে।কোর্সকালীন বিভিন্ন লেভেলে শিক্ষার্থীরা বিদেশের স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। কোর্স শেষে দেশের খ্যাতিমান প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশেও ইন্টার্নশীপের সুযোগ রয়েছে।তাই স্বল্পখরচে চট্টগ্রামের ক্যাম্পাসে লেখাপড়া করে আন্তর্জাতিক ডিগ্রী অর্জন করে বিশ্বক্যারিয়ার গঠনের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে আহ্বান জানাই।
শিক্ষার মান সম্পর্কে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন জানান,এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স সামগ্রী সবকিছুই OTHM, UK কর্তৃক সরবরাহকৃত। কোর্সসমূহ এ্যাসাইনমেন্ট ভিত্তিক (কোন পরীক্ষা নেই)। প্রশিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী বিশেষজ্ঞ এবং সরকারী ও বেসরকারী বিশ্বিবদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী OTHM, UK এবং আমেরিকান বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সনদপত্র পাবে।
কোর্সসমূহ সম্পর্কে কো-অর্ডিনেটর মো: জিয়াউদ্দিন নয়ন জানান, UNDERGRADUATE PROGRAMME -এ রয়েছে BBA, BSc (Hons.) In Information Technology , BSc (Hons.) In Business Management, BSc (Hons.) In Tourism and Hospitality । এ ছাড়া রয়েছে HND (Higher National Diploma) In Tourism and Hospitality Management, Business Management & Information Technology এবং Professional Diploma In Hotel Management ।
POSTGRADUATION DIPLOMA কোর্সে রয়েছে PGD In Human Resource Management, Strategic Management & Leadership, Supply Chain Management এবং Tourism & Hospitality Management ।
MBA এর বিষয়সমূহের মধ্যে রয়েছে * Human Resource Management * Marketing Management * Financial Management * International Business Management
* Supply Chain Management * Accounting & Management * Project Management
* Tourism and Hospitality Management * Banking & Insurance
চাকরিরতদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থাসহ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপ! চলমান সেশনে ভর্তি হলে গ্রাজুয়েশন কোর্সে ১ লক্ষ টাকা ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।
আর.আই টাওয়ার (৫ম তলা), এম.এম.আলী রোড,( সাবেক এভারগ্রীণ ক্লিনিকের পাশে),মেহেদীবাগ এই ঠিকানায় এবং ০১৭৩০–৫৯৮৭০০, ০১৮৪২– ৫৯৮৭০০ নম্বরে কিংবা www.bithm.org সাইটে লগ ইন করে আরো বিস্তারিত জানা যাবে।
Discussion about this post