নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বঙ্গমাতা বক্তৃতামালা’র উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রথম বক্তৃতা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি উন্নতির সুযোগ রয়েছে বলে আমি মনে করি।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট : প্রায়োরিটি ইস্যুস ফর রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক বঙ্গমাতা বক্তৃতা দেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানিত ফেলো অধ্যাপক ড. রওনক জাহান।
বক্তৃতার ওপর আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।
Discussion about this post