নিজস্ব প্রতিবেদক
২০২৩ সালের প্রকাশিত এইচএসসি ফলাফলে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা বোর্ড। চলতি বছরে বোর্ডটিতে পাসের হার ৯২.৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯১ শতাংশ। আর পাসের হারে সবচেয়ে তলানিতে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে পাসের হার মাত্র ৭৩.৩০ শতাংশ।
চট্টগ্রামে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। ময়মনসিংহে পাসের হার ৭৭ দশমিক ৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। যশোরে পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন শিক্ষার্থী।
২০২২ সালের এইচএসসি-সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।
Discussion about this post