শিক্ষার আলো ডেস্ক
গতকাল বুধবার(৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষ অবস্থানে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ। দ্বিতীয় স্থানে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় স্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শতভাগ পাশের তালিকায় রয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, আরডিএ স্কুল অ্যান্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজ।
সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার ১ হাজার ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আর পাস করেছেন সবাই। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৫১ জন।
অপরদিকে, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮৮ জন পরীক্ষা দেন। সবাই পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৪৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৬৯ জন, মানবিকে ৫৭ ও ব্যবসায় শিক্ষায় ২২ জন।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল থেকে ৪৫৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯১ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৭৩৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭৩৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৯০ জন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৬১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২১০ জন। বিএএফ শাহীন কলেজ থেকে ৬৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫১ জন।
Discussion about this post