শিক্ষার আলো ডেস্ক
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশের ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৫ জনই জিপিএ-৫ পেয়েছে। পাসের হারও শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে শতভাগ শিক্ষার্থী। ২০২১ সালেও এইচএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল শতভাগ।
দেশের ক্যাডেট কলেজগুলো হলো- ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ।
Discussion about this post