নিজস্ব প্রতিবেদক
বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) থেকে।
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
এর আগে গতকাল বুধবার ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া নিচে দেয়া হলো-
Discussion about this post