নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে নতুন তিনটি বিভাগ চালুর জন্য অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত বিভাগ তিনটির অনুমোদনের বিষয়ে চিঠিতে বলা হয়েছে, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করতে হবে।
চারুকলার অধীনে ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এখন অনুষদের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। আর মোট ৩৮টি বিভাগসহ দু’টি ইনস্টিটিউট রয়েছে।
চারুকলা অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগে প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল ও মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে।
পাঠদানের সুবিধার জন্য খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ দেওয়া যাবে। তবে ইউজিসির চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করার জন্য বলা হয়েছে। গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিরও উদ্যোগ নিতে বলেছে ইউজিসি।
Discussion about this post