নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্লাসে অনুপস্থিতির জন্য ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। ক্লাস শুরু হওয়ার পর একটানা ১৫ দিন শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকলে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ নির্দেশনা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সকল বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আজ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।
ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের অর্থাৎ ৯ মার্চ পর্যন্ত যারা ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হবে, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে। এসব ব্যর্থ শিক্ষার্থীদের তালিকা আগামী ১৪ ই মার্চের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী (রেজিস্টার) বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
Discussion about this post