শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের দ্বারা এক নবীন ছাত্রীকে র্যাগিং ও আপত্তিকর ভিডিও ধারণের ঘটনা সংঘটনের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, দেশরত্ন শেখ হাসিনা হলের দুইজন শিক্ষার্থী থেকে (ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী) প্রাপ্ত দুটি অভিযোগ পত্রের বিষয়ের উপর জরুরি তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্য এ কমিটি গঠন করেছেন। এর আগে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা নবীন এক ছাত্রীকে র্যাগিং করেন বলে অভিযোগ ভূক্তভোগীর। এ ঘটনায় বিচার চেয়ে গতকাল মঙ্গলবার প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীও ওই ছাত্রীর বিরুদ্ধে অন্যকে দিয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ করে লিখিত দেন।
Discussion about this post