খেলাধূলা ডেস্ক
এইবার কাজাখাস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন দৌড়বিদ ইমরানুর রহমান। ৬০ মিটারে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ওই সাফল্যের পুরস্কার র্যাংকিংয়েও পেয়েছেন এই অ্যাথলেট। র্যাংকিংয়ে ইমরান যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন। তার সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন চীনের বিংটেইন সু। তিনি বর্তমানে এশিয়ার রেকর্ডগড়া স্প্রিন্টার।
ইংল্যান্ডের আলো-বাতাসে বেড়ে ওঠা ইমরান দেশের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনবার দ্রুততম মানব হয়েছেন।
এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে এনেছেন অনন্য সাফল্য, যা আগে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট।
তার এই অর্জনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ‘এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার পর ইমরানুর এশিয়ান ৬০ মিটার র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তার অর্জনে আমরা অনেক বেশি গর্বিত।’
গতকাল বাংলাদেশে এসেছেন ইমরানুর রহমান । বিমানবন্দরে অভ্যর্থনাও গ্রহণ করেছেন। আগামী ২-৩ দিন তিনি ব্যস্ত সময় কাটাবেন। ইমরানের এই র্যাংকিং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অর্জন বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, ‘এশিয়ান পর্যায়ে র্যাংকিংয়ে শীর্ষে বাংলাদেশের নাম থাকা বিরাট অর্জন। এর কৃতিত্ব ইমরানের। আমরা সবাই মিলে অ্যাথলেটিকসে সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
Discussion about this post