নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়রি) কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি ব্যবসা ব্যবস্থাপনা অনুষদের ১১৫ জন কৃতী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০০৭ থেকে ২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি লেভেলের ১ম ও ২য় সেমিস্টারের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.৮০ অর্জনকারী ১১৫ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এবিএম ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ও বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়াও কৃষি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রাপ্তি নিজের ও তাদের পরিবারের জন্য একটি গৌরবের ব্যাপার। সত্য ও সুন্দরের বহিঃপ্রকাশ করে একটি সুন্দর মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। পিতা-মাতার প্রতি যে দায়িত্ববোধ শিক্ষার্থীরা লালন করেন, একই রকম দায়িত্ববোধ মেধাবীদের কাছে আশা করে মাতৃসম এই প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
সভাপতির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়, তারা সবাই মেধাবী। মেধার সঠিক চর্চা ও নিয়মিত অধ্যবসায় যদি কেউ না করে তাহলে সেই মেধার মূল্য থাকে না। তবে শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত না হলে এসব পুরস্কারের কোনো দাম নেই। শুধু নিজের জন্য নয়, সাধারণ মানুষের জন্য এই মেধার বিকাশ ঘটাতে হবে।
Discussion about this post