নিজস্ব প্রতিবেদক
বায়ান্নর ২১ ফেব্রুয়ারির মহান ভাষা শহীদগণকে স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ প্রভাত ফেরী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে নগরীর সুপরিচিত বিদ্যাপীঠ কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ । সকালে প্রভাত ফেরীতে অংশগ্রহণ নেওয়া স্কুলের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের সম্মান জানান।
এরপর আলোচনা সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে মহান একুশের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্বের উপর আলোকপাত করেন শিক্ষকগণ।প্রতিষ্ঠান অধ্যক্ষ সমরজিৎ দাশ তাঁর বক্তব্যে বলেন,ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেদিন ‘মায়ের ভাষার’ মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নব প্রেরণা। এরই পথ বেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। নিজের ভাষা মাতৃভাষা আমাদের অস্তিত্বের সাথে একাকার হয়ে মিশে আছে। এভাষাকে শুদ্ধভাবে বলতে হবে এবং শিখতে হবে।আগামী প্রজন্মের শিশুরাই বাংলার মর্যাদাকে বিশ্বের দরবারে আরও সম্মানিত করবে।
অন্যান্য বক্তাগণ মহান মাতৃভাষার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং বাংলা ভাষা চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Discussion about this post