শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কম্পিউটার সায়েন্স ভিত্তিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং ওয়েবসাইট CSRanking এর সর্বশেষ প্রকাশিত তালিকায় বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৪ তম স্থান করে নিয়েছে ।
কম্পিউটেশনাল বায়োলজি এবং বায়ো-ইনফরমেটিক্স বিভাগে সারা বিশ্বে ২০২১-২০২২ সালে প্রকাশিত গবেষণা নিবন্ধের ভিত্তিতে এ র্যাংকিং তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুজ্জোহা বায়েজীদ এবং অধ্যাপক মো. সোহেল রহমানের যৌথ গবেষণার ভিত্তিতে বুয়েট এ অবস্থান অর্জন করে।
প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যায়, গবেষণার ভিত্তিতে এবারের র্যাংকিংয়ে কম্পিউটেশনাল বায়োলজি এবং বায়ো-ইনফরমেটিক্স বিভাগে বুয়েট ছাড়া গোটা দক্ষিণ এশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ই নেই! আন্তর্জাতিক র্যাংকিংয়ে এক্ষেত্রে এমআইটি, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের মত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশের গর্ব এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ।
প্রতিনিয়ত ই বুয়েট-সিএসই বিভাগ কোর্স কারিকুলাম এবং নিয়ম-শৃংখলার দিক থেকে সময়ের সাথে আপডেটেড থাকে এবং গবেষণার ক্ষেত্রে নিয়মিত যথেষ্ট উৎসাহ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই অর্জন।
বুয়েটের সাবেক শিক্ষার্থীরা বলছেন, বিশ্বের খ্যাতিমান সকল বিশ্ববিদ্যালয়ের কাতারে নিজেদের প্রতিষ্ঠানের নাম দেখে নিঃসন্দেহে যে কেউ ই গর্বিত অনুভব করবে। এ থেকে আরও একবার প্রমানিত হল যে, যথাযথ পৃষ্ঠোপোষকতা পেলে এদেশের মেধাবীরা দেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, সিএস র্যাংকিং একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট, এই র্যাংকিংয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের প্রকাশিত গবেষণা নিবন্ধকে প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করে। এবারের র্যাংকিংয়ে কম্পিউটেশনাল বায়োলজি এবং বায়ো-ইনফরমেটিক্স বিভাগে মোট ৩২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে যাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মেলন ইউনিভার্সিটি।
Discussion about this post