নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৩ চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের আয়োজনে ও ব্যবস্থাপনায় স্কাউট প্রতিষ্ঠাতা স্যার রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জন্মদিন উপলক্ষে বিপি দিবস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷
১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারি রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনের হাইড পার্কে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল। তার হাত ধরেই ১৯০৭ সালে এ আন্দোলনের সূত্রপাত ঘটে। বর্তমানে পৃথিবীর ২১৭টি দেশে স্কাউট আন্দোলন কার্যক্রম চালু রয়েছে।
শিশু কিশোরদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে জীবনে শৃঙ্খলা আনা এবং সেবার মানসিকতা গঠনে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই আনুষ্ঠানিকভাবে স্কাউট আন্দোলন শুরু করেন ব্যাডেল পাওয়েল।
উক্ত প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ও গ্রুপ সহ সভাপতি মোহাম্মদ সিকান্দার৷
বিপি দিবসে আলোচনা সভা,সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইউনিটের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷
ইউনিটের প্রাক্তন, বর্তমান স্কাউট ও অভিভাবক সহ ৪০জন উপস্থিত ছিলেন৷ প্রোগ্রাম পরিচালনা করেন গ্রুপ সম্পাদক শাহরিয়ার আজাদ, উডব্যাজার৷
Discussion about this post