শিক্ষার আলো ডেস্ক
শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এবার সারাদেশে একযোগে নিয়োগ পরীক্ষার পরিবর্তে আট বিভাগকে চার ভাগে বিভক্ত করে আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রথমভাগে রংপুর ও বরিশাল এই দুটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জনায় বিশেষ এক সুত্র।
এ প্রসংগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রতিনিয়ত শিক্ষক পদ শূন্য হচ্ছে। শূন্যপদ পূরণে প্রতিবছর অন্তত দুটি করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মার্চের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে একযোগে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। আবার একটি নিয়োগ পরীক্ষা শেষ করতে দুই থেকে তিন বছর লেগে যায়। এজন্য আগের প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সারাদেশে সাত হাজারের বেশি শিক্ষক পদ শূন্য। পরবর্তী সময়ে নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।
Discussion about this post