বিজ্ঞান ডেস্ক
দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা পৃথিবীর একেবারে কেন্দ্রে কী আছে তার উত্তর খুঁজছিলেন। এটা নিয়ে করা সর্বশেষ গবেষণা থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তা হলো, আমাদের গ্রহের একেবারে কেন্দ্রে রয়েছে লোহার একটি স্বতন্ত্র বল। বলটি ৪০০ মাইল প্রশস্থ এবং এর বাইরের অংশ লোহা-নিকেলের খাদ দিয়ে তৈরি, সাথে অল্প পরিমাণে অন্যান্য উপাদান।
সম্প্রতি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত একটি নতুন সমীক্ষা অনুসারে, পৃথিবীর ভূত্বকের নিচে যে শক্ত এবং গলিত-তরল স্তর আছে, তার বাইরেও একটি কঠিন ধাতব স্তর আছে। যেটি আসলে একটি লুকানো স্তর।
বিস্ময়কর এই গবেষণা থেকে আরো জানা যায়, পৃথিবীতে চারটি স্তরের পরিবর্তে পাঁচটি প্রধান স্তর আছে।
কম্পনশীল তরঙ্গ সনাক্তকারী যন্ত্রগুলো ব্যবহার করে, গবেষকরা খুঁজে পেয়েছেন যে অন্তঃস্থ অভ্যন্তরীণ কোরের একটি স্বতন্ত্র অ্যানিসোট্রপি রয়েছে। অ্যানিসোট্রপিক বস্তুর একটি উদাহরণ হচ্ছে কাঠের টুকরা: কাঠের টুকরাটিকে তার দানার দিক দিয়ে আঘাত করার চেয়ে এটিকে আলাদা করে হ্যাক করা অনেক সহজ।
এছাড়া আরো এক সংবাদ প্রতিবেদন অনুসারে , প্রায় ২০ বছর আগেই ভূ-বিজ্ঞানীরা প্রথম জানিয়েছিল পৃথিবীর মূল অংশে একটি অতিরিক্ত এবং অদৃশ্য স্তর থাকতে পারে। বর্তমানে ভূমিকম্পের সিসিমিক তরঙ্গ পরিমাপ করে নতুন তথ্য সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা এবং এই সংগ্রহীত তথ্য ব্যবহার করেই নতুন কেন্দ্রটি অবশেষে সনাক্ত করেছেন গবেষকরা। সিসিমিক তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা, পৃথিবীর পৃষ্ঠতলের সঙ্গে সঙ্গে পৃথিবীর একদম ভেতরের স্তর পর্যন্তু ভ্রমন করে। যার ফলে দেখা দেয়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত।
ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ স্কুল অফ আর্থ সায়েন্সেস এর একজন সিসমোলজিস্ট এবং পোস্টডক্টরাল ফেলো এবং এই গবেষণার সহ-লেখক ড. থান-সন ফাম জানান, এই গবেষণায় প্রথমবারের মতো দেখা গেছে, সিসিমিক তরঙ্গ শক্তিশালী ভূমিকম্প থেকে উৎপন্ন হয়ে পৃথিবীর এক পাশ থেকে অন্য পাশে গুলি বা বুলেটের মতো পাঁচবার পর্যন্ত সামনে পেছনে ভ্রমণ করে থাকে।
সূত্র: সিএনএন
Discussion about this post