ক্রীড়া ডেস্ক
গত বছরের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে শিরোপা এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেবারই প্রথমবারের মতো দুইয়ের অধিক দেশ নিয়ে আয়োজিত সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
সেই ম্যাচে ঝড়ো ইনিংস খেলা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মোসাদ্দেক। এই ব্যাট বিক্রি করে যা আয় হবে তা দিয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন তিনি। বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছেন মোসাদ্দেক হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘এই ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এই ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপার জিততে অবদান রেখেছিলাম। এই ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। ব্যাটটি নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনায় আক্রান্তদের জন্য।’
Discussion about this post