অনলাইন ডেস্ক
বেসরকারি উদ্যোগে প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিতে তহবিল সংগ্রহে চালু হলো ডিজিটাল প্লাটফর্ম ‘আমরা করব জয়’। এর মাধ্যমে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় তহবিল গঠন করবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যিই এই প্ল্যাটফর্মে তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দিয়েছে। অন্যান্য করপোরেট প্রতিষ্ঠান ও প্রবাসীদের কাছ থেকে তহবিল সংগ্রহে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই তহবিল সংগ্রহ চলবে ১৭ মে পর্যন্ত।
বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তহবিল সংগ্রহে আমরা করবো জয় (AmraKorboJoy.net) নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী , নগদ এর ম্যানেজিং ডিরেক্টর তানভির এ মিশুক, ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ আমিনুল হক এবং গ্ৰীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দিন আহমেদ এই সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুদান সংগ্রহ শেষে এই অর্থ নগদের লেনদেনমূলক পরিষেবার মাধ্যমে ঈদ-উল-ফিতর এর আগে কৃষকদের মাঝে প্রদান করা হবে।
Discussion about this post