নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আজ শুক্রবার ( ১০ মার্চ ) প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েসবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুন:র্নিরীক্ষার আবেদন গত বছরের তুলনায় ৬৫% বেড়েছে।সবচেয়ে বেশি আবেদন করেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের মোট আটটি শিক্ষা বোর্ড থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এক লাখ ৪ হাজার ৬৬৫টি। এর মধ্যে কেবল ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন করেছেন ৩১ হাজারের অধিক শিক্ষার্থী।
Discussion about this post