নিজস্ব প্রতিবেদক
চলতি বছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ৩টি মাইগ্রেশনের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।এবার পূর্বের মতো একাধিক মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহবায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি বলেন, একাধিকবার মাইগ্রেশনের ফলে ভর্তি প্রক্রিয়া শেষ করতে অনেক বেশি সময় লাগছে। সেজন্য আমরা এবার থেকে একাধিকবার মাইগ্রেশনের কোনো সুযোগ রাখছি না।
ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে তিনি জানান, আগামী ২০ মে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২৭ মে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ৩ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামী ১৫ এপ্রিল থেকে গুচ্ছের ভর্তি আবেদন শুরু হবে। যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শেষে ৮ জুনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। আর ৮ আগস্ট ক্লাস শুরু হবে।
Discussion about this post