নিজস্ব প্রতিবেদক
এস.এস.সি-২০২৩ ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে অক্সিজেন এলাকার সুপ্রিতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান অক্সিজেন স্কুল এন্ড কলেজ।স্কুল মিলনায়তনে পরিচালক মো. মুসলিমউদ্দীন কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।এছাড়াও স্কুলের বিদায়ী শিক্ষার্থীগণ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠের পর ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের।এরপর স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থী রাহমা তারমিন ও মো. আজম এবং অনুজ শিক্ষার্থী লিমন ও সৈয়দা ইললিন।মানপত্র পাঠ করেন সাইমা আলম। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সহপাঠি এবং শিক্ষকদের সাথে বিগত বেশ কয়েকবছরের নানা স্মৃতির কথা তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
বিষয়ভিত্তিক শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জুয়েল ইসলাম,পারভীন আকতার, আতাউল ইসলাম কুতুবী,সুমন,মো.আজাদ,মো.কামরুল এবং মো. রবিউল।
অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, আজ বিদায়বেলায় মন বিষন্ন হলেও আগামী দিনে তোমাদের কৃতিত্বপূর্ণ ফলাফল এবং দেশ বিদেশে তোমাদের সফল পদচারণা আমাদের আনন্দিত করবে এত কোন সন্দেহ নেই। আজকের শিক্ষার্থীরাই তাদের মেধাবিকাশের মধ্যদিয়ে আগামী দিনে দেশকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হবে। আমি আশা করবো অক্সিজেন স্কুল এণ্ড কলেজের প্রত্যেক শিক্ষার্থী স্কুলের শিক্ষকদের দেয়া আদর্শ শিক্ষার আলোয় জীবন গড়বে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
সভাপতির বক্তব্যে মুসলিমউদ্দীন কাদেরী বলেন, অক্সিজেন স্কুল এন্ড কলেজ অত্র এলাকার একটি স্বনামধন্য বিদ্যালয়।স্কুলের শিক্ষকগণ তোমাদের যেভাবে শিখিয়েছেন পড়িয়েছেন সেভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করলে তোমরা অবশ্যই সফল হবে। আর পিতামাতা এবং শিক্ষকদের প্রতি সারাজীবন শ্রদ্ধাশীল থাকবে।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহারস্বরুপ প্রদান করা হয়। পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট অর্জিত হয়,তার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.আরাফাত ।
Discussion about this post