শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.ru.ac.bd লগইন করে এ ফল দেখতে পাচ্ছেন ।
‘এ’ ইউনিটে যাদের বিজ্ঞানে–৫.০০, মানবিকে–৪.৫৮ এবং বাণিজ্যে–৫.০০ রয়েছে তারা নির্বাচিত হয়েছেন। ‘বি’ ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্যের সবাই নির্বাচিত হয়েছেন। আর মানবিকে যাদের ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন। ‘সি’ ইউনিটে যাদের বিজ্ঞানে–৫.০০, মানবিকে–৫.০০ এবং বাণিজ্যে– ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল রবিবার। এদিন বেলা ১২টা থেকে আবেদনগ্রহণ শুরু হবে। আবেদন চলবে ১৫ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত। দ্বিতীয় দফায় আবেদন ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ১ মে থেকে ০২ পর্যন্ত পর্যন্ত আবেদন করা যাবে।
Discussion about this post