শিক্ষার আলো ডেস্ক
আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টিতে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে এ পাঁচটি ইউনিটের বাইরে নতুন আরও দুটি ইউনিট যুক্ত হয়েছে। তাই আগের ৫টির পরিবর্তে এবারে ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন যুক্ত হওয়া ইউনিট দুটি হলো- ‘এফ’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ-জেইউ) এবং ‘জি’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ১৬ জুন থেকে থেকে ২৪ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। গত বছরের ন্যায় এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে।
Discussion about this post