শিক্ষার আলো ডেস্ক
২০২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ৯ মে পর্যন্ত ।
বিষয় সমূহ:
অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম,
ব্যবস্থাপনা অধ্যয়ন (এইচআরএম এবং এমআইএস),
অর্থ ও ব্যাংকিং,
মার্কেটিং।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর অবশ্যই ৪ বছরের স্নাতক ডিগ্রি বা ৩ বছরের অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি (যেকোন শৃঙ্খলা) থাকতে হবে এবং স্নাতক স্তরে ৪ স্কেলে দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য স্কেলে ন্যূনতম সিজিপিএ ২,৫০ থাকতে হবে।
আবেদন :
০২ এপ্রিল, ২০২৩ থেকে ০৯ মে,২০২৩ (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা) সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ এবং ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের অফিসে বাwww.embajnu.com-এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য প্রসপেক্টাসে পাওয়া যায় এবং আবেদনপত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যায়।
আবেদন ফি: ১৫০০/- টাকা
ভর্তি পরীক্ষা: ১২ই মে, ২০২৩ (শুক্রবার), বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত
ক্লাস শুরু: ৭ জুলাই, ২০২৩
ক্লাসের সময়: শুক্র এবং শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে (সকাল ৮টা থেকে রাত ৯ টা)
Discussion about this post