শিক্ষার আলো ডেস্ক
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৮ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের চাহিদা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হয়েছে। এই চাহিদা যাচাই-বাছাইয়ের পর বিজ্ঞপ্তি জারি করবে এনটিআরসিএ।
তথ্যমতে, সারা দেশে সেসিপ পরিচালিত স্কুল রয়েছে ৬৪০টি। এই প্রতিষ্ঠানগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয় এনটিআরসিএ’র মাধ্যমে। আর ল্যাব সহকারী নিয়োগ হয় প্রতিষ্ঠানের মাধ্যমে। সেসিপ পরিচালিত বিভিন্ন স্কুলে ট্রেড ইনস্ট্রাক্টরের সংকট দেখা দেওয়ায় নিয়োগের উদ্যোগ নেয় সেসিপ।
ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দিতে কয়েক দফায় সেসিপ পরিচালিত স্কুলগুলো থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। পরে এই তথ্য দফায় দফায় এনটিআরসিএতে পাঠানো হয়। সবশেষ ২৪৮ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের চাহিদা এনটিআরসিএতে পাঠানো হয়েছে। এই তথ্য যাচাই করছে এনটিআরসিএ।
এনটিআরসিএ’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেসিপ পরিচালিত স্কুলগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের সুপারিশ করা হয়েছে। নতুন করে যে চাহিদা পাঠানো হয়েছে সেখানে পুনরায় ওই প্রতিষ্ঠানগুলোর চাহিদা পাঠানো হয়েছে কি না সেটি যাচাই করা হচ্ছে।চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সেসিপের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে তথ্য যাচাইয়ের কাজে বিলম্ব হলে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়া শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
Discussion about this post