নিজস্ব প্রতিবেদক
আরো এক বছর বাড়ানো হয়েছে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের মেয়াদ। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে সেসিপ প্রকল্প। মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার গুণগতমান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা এবং সমান সুযোগ সৃষ্টির লক্ষে সেসিপ প্রকল্পটি হাতে নেয়া হয়েছিল ২০১৪ সালে।
বুধবার (১০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। চলতি বছরের ৪এপ্রিল একনেকের সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয়া হয়। এর আগে গত ৩০শে এপ্রিল একনেক সভায় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
সেসিপ’র যুগ্ম প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সামসুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত আদেশের কপি আমাদের কাছে এসেছে। শিগগিরই এ বিষয়ে আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।
উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল ১ হাজার ৬৫৮ কোটি টাকা। সময় ছিল ২০১৭ সাল পর্যন্ত। তিন বছরের প্রকল্প এখন ১০ বছর পর্যন্ত নেয়ার প্রস্তাব করা হয়েছে। এটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৬ কোটি টাকা। সেসিপ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৮৯ শতাংশ।
Discussion about this post