ক্রীড়া ডেস্ক
পুরনো বলের আচরণ পরিবর্তনে মুখের থুতু বা লালা ব্যবহার করেন বোলাররা। কারণ বাড়তি সুইং পেয়ে থাকেন পেসাররা। আর গ্রিপ করতে স্পিনার সহায়তা করে এটি। তবে করোনা পরবর্তী বিশ্বে বোলারদের সে অভ্যাস বদলে ফেলতে চায় অস্ট্রেলিয়া প্রশাসন। সেজন্য বলে ঘাম বা থুতুর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া।
কারণ ইউনিভার্সিটি অফ এডিনবরার এপিডেমিওলোজিস্ট রোল্যান্ড কাওয়ের মতে, থুতু হচ্ছে সংক্রমণ ছড়ানোর ‘ক্ল্যাসিক’ পদ্ধতি। তিনি বলেন, ‘ফলে এর ঝুঁকি বেশি। এ রকম করতে দেওয়ার ব্যাপারটা মোটেই ঠিক কিছু হবে না।’
তার মতে, শুধু কভিড-১৯ নয়, অন্য রোগ ছড়ানোরও উপায় হতে পারে বলে থুতু দেওয়া।
এ ব্যাপারে মেডিক্যাল বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থারগুলির সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে অস্ট্রেলিয়ান স্পোর্টস ইনস্টিটিউট (AIS)। নতুন করে ক্রিকেট চালু হলে কী কী নিয়ম মানতে হবে, সবাই মিলে তার জন্য একটি গাইডলাইনও তৈরি করেছে তারা। সেখানেই বলা হচ্ছে, বলে থুতু বা ঘাম লাগানো থেকে বিরত থাকাই শ্রেয়।
সূত্র আরো জানায়, সমস্যা মেটাতে বিকল্প পথও ভেবেছে আইসিসি। কৃত্রিম কোনো তরল ব্যবহার করে লাল বল চকচকে করতে হবে বোলারদের। তত্ত্বাবধানে থাকবেন আম্পায়াররা।
জানা গেছে, সেই গাইডলাইনকে মোট তিনটি লেভেলে ভাগ করা হয়েছে। লেভেল এ-তে যেমন প্র্যাকটিসের ওপর বাধা নিষেধ জারি করা হয়েছে। লেভেল বি-তে বলা হয়েছে, প্র্যাকটিস শুরু হলেও কীভাবে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখতে হবে এবং বলে থুতু লাগাসো যাবে না। আর লেভেল থ্রিতে মূলত ক্রিকেট ফেরার পর মেনে প্লেয়ারদের চলার জন্য তৈরি করা নিয়ম। সেখানেও থুতুর ব্যবহার নিষেধের কথা উল্লেখ রয়েছে।
Discussion about this post