শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে (মঙ্গলবার) থেকে পূর্ব ঘোষণা অনুযায়ীই শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত।
দেশে চলমান ঘূর্ণিঝড় মোখার কারণে ভর্তি পরীক্ষার রুটিনে কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ। রবিবার বিকেলে (১৪ মে) তিনি এসব কথা জানিয়েছেন। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেলে ভর্তি পরীক্ষার শিডিউল পিছিয়ে যেতে পারে , এমনটি জানিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
রেজিস্ট্রার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মোখার কারণে চবির ভর্তি পরীক্ষার রুটিনে কোন পরিবর্তন হবে না আশাকরি। কেননা মোখা ইতোমধ্যেই বার্মার দিকে ধাবিত হয়েছে, আমাদের বৃহত্তর চট্টগ্রামের ব্যাপক কোন ক্ষয়ক্ষতি হয়নি।
চবি ভর্তি পরীক্ষায় সকাল শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে। ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টায়। পরীক্ষা শেষ হবে ১২টায়।
বিকেলের শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ২টা ১৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।
Discussion about this post