আন্তর্জাতিক ডেস্ক
টানা ৪৮ দিন ধরে ঘরবন্ধি থাকার পর বাইরে বের হওয়ার সুযোগ পাচ্ছেন স্পেনের বাসিন্দারা। করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে যাওয়ার জেরে শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্কদেরও ঘর থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে সরকার।
জানা গেছে, বয়সভেদে বাইরে বের হওয়ার নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া হয়েছে। রাস্তায় নাগরিকদের বের হওয়ার পাশাপাশি কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ শর্ত সাপেক্ষে খোলা রাখার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এছাড়া সরকারিভাবে চার ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে।
আজ থেকে যারা ঘর থেকে বের হতে পারবেন, তাদেরকে নির্দিষ্ট সময় মেনে চলতে হবে। শারীরিক অনুশীলন বা হাঁটার জন্য সকাল ৬টা থেকে বেলা ১০টা ও রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
১৪ বছরের উর্ধ্বের নাগরিকরা এ সময়ের মধ্যে দিনে একবার ঘর থেকে বের হতে পারবেন। তবে তারা বাসার এক কিলোমিটারের বাইরে যেতে পারবেন না।
এক বাড়ির দু’জন একসঙ্গে হাঁটতে পারবেন। তবে অন্য লোকজন থেকে ১-২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া খেলাধুলা কিংবা শারীরিক অনুশীলন করতে হলে এককভাবে তা করতে হবে।
৭০ বছরের বেশি বয়স্করা বেলা ১০টা থেকে দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একা কিংবা কোনো সঙ্গী বা সাহায্যকারী একজনকে (যাদের বয়স ১৪ থেকে ৭০ বছর) নিয়ে ঘর থেকে বের হতে পারবেন।
তবে শিশুদের বাইরে বের হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাবা কিংবা মা কিংবা গুহ পরিচারকের একজন তাদের সাথে যেতে পারবেন। বাড়ির এক কিলোমিটারের মধ্যে অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে দিনে একবার বাড়ি থেকে শিশুদের নিয়ে বের হতে পারবেন অভিভাবকরা।
Discussion about this post