শিক্ষার আলো ডেস্ক
আগামী শনিবার (২০ মে) থেকে শুরু হচ্ছে দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ মে) পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট শহরের বিভিন্ন রোড়ে ২০টি বাস দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি বাস শিক্ষক-কর্মকর্তাদের; ১১টি বাস পরীক্ষার্থী ,অভিভাবক ও স্টাফদের জন্য দেওয়া হয়েছে। এছাড়া একটি বাস জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রাখা হয়েছে।
পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, গুচ্ছ পরীক্ষার দিন সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বাসগুলো বিভিন্ন রোড়ে চলাচল করবে। এতে সকাল সোয়া ১০টার দিকে নগরীর টিলাগড়, ঈদগাহ, শিবগঞ্জ, নাইওরপুল, কুমারপাড়া, জেলরোড, নয়াসড়ক পয়েন্ট, কদমতলী, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবিবাজার ও সুবিদবাজার হয়ে ক্যাম্পাসে আসবে। পরীক্ষা শেষে বাসগুলো একই পথে আবার ফিরবে।
Discussion about this post