শিক্ষার আলো ডেস্ক
আগামীকাল শনিবার (২০ মে) থেকে শুরু হতে যাচ্ছে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে তৃতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিতে আসা হলে অবস্থানরত ভর্তিচ্ছুদের কোনো প্রকার র্যাগিং ও মডেল টেস্ট নেওয়া নিষিদ্ধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (১৯ মে) দুপুরে পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টা নস্যাৎ করার অংশ হিসেবে হলের ভেতরে কিংবা বিশ্ববিদ্যালয়ের অন্য কোথাও মডেল টেস্ট গ্রহণ কিংবা ভর্তি সংক্রান্ত গ্রুপভিত্তিক আলোচনার আয়োজন আগামী ৪ জুন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। র্যাগিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। র্যাগিংয়ের কোনো প্রকার অভিযোগ পেলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি কঠোর নজরদারি ও সতর্কতা অবলম্বন করবে বলেও জানান তিনি।
Discussion about this post