শিক্ষার আলো ডেস্ক
আজ মঙ্গলবার (২৩ মে) ২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২৩/০৫/২০২৩ তারিখ বেলা ৩টায় প্রকাশিত হবে। এর আগে গত ১৮ মে (বৃহস্পতিবার সকাল-বিকাল) ও ১৯ মে (শুক্রবার সকাল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়। ইউনিটটির এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন।
Discussion about this post