শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রশাসন। আগামী ১লা জুলাই থেকে সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস চলবে। গতকাল সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন পূর্বক আগামী ১লা জুলাই থেকে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। সে সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধাও চালু থাকবে।
Discussion about this post