প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে নতুন ফিচার বাজারে নিয়ে এসেছে। এর ফলে কাউকে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যেই সেটা এডিটের সুযোগ রাখা হয়েছে।
সম্প্রতি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন।হোয়াটসঅ্যাপ মেটার একটি মেসেজিং অ্যাপ। এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছেন, কোনো ব্যবহারকারী মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট বা পরিবর্তন করতে পারবেন।
এই সুবিধাটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী এটি পেয়ে যাবেন।
হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচারমেসেজটি সংশোধন করতে আপনাকে প্রথমে পাঠানো ম্যাসেজটির ওপর চাপ দিয়ে ধরতে হবে এবং এডিট অপশনটি বাছাই করতে হবে। এডিট করার পর মেসেজটির পাশে এডিটেড নামে একটি ট্যাগ থাকবে।
তবে এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘আমরা আনন্দিত যে, আপনি এখন আপনার চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন, যেমন ভুল বানান সংশোধন করা বা কোনো বার্তায় আরও প্রসঙ্গ যুক্ত করা।’
এতদিন ভুল বার্তা গেলে বার্তা প্রেরককে সেই বার্তাটি পুরোপুরি মুছে ফেলতে হতো কিংবা আরেকটি নতুন বার্তা লিখতে হতো।
Discussion about this post