শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। যা গত অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা তবে বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী ১৯ কোটি টাকা কম।
গত রোববার (২১ মে) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।
এতে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরের ব্যয় বাবদ ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এরমধ্যে ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
Discussion about this post