শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদের ফলাফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। এতে ২২৫ জন প্রার্থীকে সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এবারের ফলাফলে প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিয়াজ উদ্দিন।
অথচ চাকরির লিখিত পরীক্ষায় গত বছর উত্তীর্ণ হতে পারেননি রিয়াজ। এরপর শুরু করেন কঠোর পরিশ্রম। সফলও হয়েছেন। এবার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন তিনি।
রিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ করেছেন। তিনি ২০২০ সালের মাঝামাঝি চাকরির প্রস্তুতি শুরু করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এডি পদে খুব অল্প সময়ে নিয়োগ হয়, বিসিএসের মত দীর্ঘ জট নাই এখানে। এডি পদের সামাজিক স্বীকৃতি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ–সুবিধাও আছে।
তিনি বলেন, ‘শুরুতেই নিজের রোল দেখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। পাঁচ থেকে ছয়বার প্রবেশপত্রের সঙ্গে রোল মিলিয়েছি। প্রথম রোলটা চেক করেই আর চেক করা লাগবে না, এমনটা কল্পনা করিনি।
সহকারী পরিচালক পদে প্রস্তুতির জন্য নির্দিষ্ট বই পড়েননি রিয়াজ। নিয়মিত পত্রিকা পড়তেন। বাণিজ্য ও ব্যাংক–সংক্রান্ত খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন। তরুণদের প্রতি তার পরামর্শ ,এখনকার সময়গুলোতে পরীক্ষা হচ্ছে ফ্যাকাল্টি বেইজড, আর আপনি যদি গতানুগতিক পড়তে থাকেন তাহলে যে কোন পরীক্ষার প্রিলিতেই পাশ করা অসম্ভব হয়ে যাবে। প্রিলিমিনারিতে পাস করার জন্য ইংরেজি ভোকাবুলারি ও দ্রুত গণিত সমাধান করায় বিশেষ মনোযোগ দিতে হয়। আর গণিত ও ইংরেজির জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে প্রায় প্রশ্ন হয় সেগুলো আগে শেষ করুন। কম্পিউটার পার্টটি খুবই গুরুত্ব সহকারে পড়ুন। এ জন্য বেশি অনুশীলন করা প্রয়োজন। সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে হবে।
কোন সাব্জেক্টে দুর্বল থাকতেই পারেন কিন্তু ভয় পাবেন না, প্রতিদিন পড়ুন কাভার হয়ে যাবে।
Discussion about this post