শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ জুন থেকে।ভর্তির আবেদন চলবে ১০ জুলাই পর্যন্ত। আগামী ৫ আগস্ট এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্ব মোট আসন রয়েছে ৩৫৪৮টি।
গত বুধবার (৩১মে) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্যগুলো জানা যায়।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১১৬টি আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫টি আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।
Discussion about this post