শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা, বিজ্ঞান এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার (৫ জুন) চারুকলা ও বিজ্ঞান ইউনিটের এবং বুধবার (৭ জুন) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির আজ শনিবার (৩ জুন) বলেন, ফলাফল প্রস্তুত করে শুক্রবার বিকেলে জমা দেওয়া হয়েছে। আইটি বিভাগ পরবর্তী কার্যক্রম চালাবে। আগামী ৭ জুন ফল প্রকাশের সময় দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মাহমুদ আলম শনিবার (৩ জুন) বলেন, চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ফলাফল আগামী সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে। রোববার এ বিষয়ে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।
Discussion about this post