নিউজ ডেস্ক
সব মানুষকে সেবার আওতায় আনতে ফিচার ফোনেরও ক্লাশ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এজন্য ৩৩৩ টোল ফ্রি হান্টিং নম্বরে যুক্ত হচ্ছে নতুন সেবা। শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে এটুআই এই মঞ্চটি তৈরি করছে। এরফলে কিছু দিনের মধ্যেই ফোন করেই পাঠ্যক্রমের অংকের সামাধান জানা সম্ভব হবে।
শনিবার (২ মে) ‘লাইভ করোনা টেস্ট : ভাইবার বট’ সেবার উদ্বোধনী ডিজিটাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ভাইবারের এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক অনুভব নায়ার, আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের উপদেষ্টা সামি আহমেদ, ভাইবার করোনা বট অ্যাপের ডেভলপার এমসিসি সিইও আশ্রাফ আবির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
এসময় কমিউনিকেশন অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ৪০ লাখেরও বেশি মানুষের অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। তবে তথ্যসুরক্ষা নীতি মেনে সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।
পলক বলেন, “আমরা থেমে নেই। বসে নেই। প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবন বাংলাদেশের মানুষের জন্য ব্যবহার করার চেষ্টা করছি। অধিকাংশ নয়, সকল মানুষকেই ডিজিটাল সেবার অধীনে আনতে একের পর এক উদ্যোগ গ্রহণ করছি।”
তিনি আরো বলেন, “যাদের ইন্টারনেট বা টিভি দেখার সুযোগ নেই তাদের জন্য ৩৩৩ থেকে পাঠ্যক্রম পরিচালনা করতে শিক্ষা মন্ত্রী, উপ-মন্ত্রী, সচিবদের সঙ্গে আড়াই-৩ ঘণ্টা বৈঠক করেছি। কিছু দিনের মধ্যেই এই সেবাটা চালু করা সম্ভব হবে।”
Discussion about this post