শিক্ষার আলো ডেস্ক
বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে চাকরির সুযোগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস. এম. ফারহান শাহরিয়ার শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক।
শুভ গুগলের পোল্যান্ডের ওয়ারশ্ অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের অফার পেয়েছেন। তার নিয়োগের তারিখ আগামী ২ অক্টোবর।
বর্তমানে শুভ ইনোসিস সলিউশনস নামের একটি সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
তাঁর বাড়ী নেত্রকোণার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। তিনি পূর্বধলা জে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুব্রত প্রমাণিক বলেন, ফারহান শাহরিয়ার শুভ নামের আমাদের এক শিক্ষার্থী গুগলে নিয়োগের অফার পেয়েছে। এটা আমাদের জন্য সত্যি আনন্দের বিষয়। সে দীর্ঘদিন ধরে গুগলে নিয়োগ পাওয়ার জন্য প্রসেসিংয়ের মধ্যে ছিল। অবশেষে গুগলে যোগ দেওয়ার অফার পেয়েছে সে।
তিনি আরও বলেন, ফারহানের বিষয়টা অন্যদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণার। কারণ সে কিন্তু বিভাগের প্রথম স্থান অর্জনকারী ছাত্র ছিল না। তারপরও তার দক্ষতা ও প্রচেষ্টা তাকে সফলতা দিয়েছে। ফারহান শেখাল একজন পজিশনধারী ছাত্র না হয়েও কীভাবে সফলতার চূড়ায় উত্তীর্ণ হওয়া যায়
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছিলো ২০১৪-১৫ বর্ষের শাকিল ।
Discussion about this post