শিক্ষার আলো ডেস্ক
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বা স্নাতক ১ম বর্ষ শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।ভর্তি আবেদন চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ আগষ্ট ২০২৩ইং শনিবার বেলা ১১.৩০মিনিট -১২.৩০মিনিট পর্যন্ত।
এর মধ্যে তালিকার প্রথম দিকে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়াও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।
ভর্তি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি বা সমমান এবং ২০২১/২০২২ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে ২০২১ সালে এসএসসি বা সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে।
আবেদনকারীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪ এবং সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে—জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Discussion about this post