শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে আমেরিকা। ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের আওতায় আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোর জন্য শিক্ষকদের এই বৃত্তি দেওয়া হবে। এর মধ্য দিয়ে শিক্ষকদের দক্ষতা বা কুশলতা, ইংরেজি ভাষার দক্ষতা ও তাঁদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা আমেরিকান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষায় শেখাবেন।
ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমেরিকার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই ফুলব্রাইট প্রোগ্রাম পরিচালনা করছে।
বৃত্তির আবেদনের শর্ত:
*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;
*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ইংরেজিতে পারদর্শী হতে হবে;
*টোফেলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে;
*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে;
আবেদন পদ্ধতি:
*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;
*একাডেমিক নম্বরপত্র;
*তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন;
*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)
*টোফেল/আইইএলটিএসের স্কোরের সনদ
আবেদনের সময়সীমা:
আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের বিস্তারিত দেখুন এখানে-
আবেদনের নির্দেশনা দেখুন এখানে-
Discussion about this post