শিক্ষার আলো ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কয়েক ধাপের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়েছে। আজ সোমবার (১৯ জুন) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটিউটে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরে পুরষ্কার বিতরণ শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে একটা ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছেন। যাতে আমাদের নূতন প্রজন্ম যেন পৃথিবীটা এখন যেইদিকে এগুচ্ছে, বিজ্ঞান আর প্রযুক্তির দিকে, তারা যেন সেই দক্ষতা অর্জন করে যোগ্য, দক্ষ, সৃজনশীল, মানবিক মানুষ এবং বিশ্ব নাগরিক হতে পারে। সে চেষ্টার অংশ হিসেবে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি। এখন তিনি স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের।
এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ছিল না। জাতিরপিতা বলেছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষার কাঙ্ক্ষিত পরিবর্তন না করার ফলে আমরা এখনো উপনিবেশিক শিক্ষা নিয়ে আছি। এতদিন সেই শিক্ষা ব্যবস্থা দিয়েই চলেছি। জাতিরপিতাকে হত্যার পরে শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তনটি তারা করেনি। ফলে আমরা অনেক গুলো বছর গতানুগতিক ধারার সে মুখস্থবিদ্যা দিয়েই চলেছি।
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে মন্ত্রী আরও বলেন, আমাদের জীবনের সবকিছুই আজ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে জড়িত। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শুধু বিদেশি ভাষায় কথা বললেই স্মার্ট নাগরিক হওয়া যায় না। সেই স্মার্ট নাগরিক যে সৎ, মানবিক, সৃজনশীল ও যার পরমত সহনশীলতার সক্ষমতা আছে। এ ক্ষেত্রে নিজের ভাষা, সাহিত্যকে জানতে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে পেরেছি। আমাদের পাশের দেশ থেকে পালিয়ে আসা অজস্র নাগরিককে আশ্রয় দিয়েছি। এমন উদাহরণ বিরল। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী হোক সৎ ও মানবিক।
Discussion about this post