শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছেলেদের শিফটের ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল ২২ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। চলতি শিক্ষাবর্ষে ছেলে-মেয়ে আলাদা ইউনিটে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
গত বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মেয়েদের পরীক্ষা শুরু হয়। এদিন দুপুর ১টা ৫০ মিনিটে চতুর্থ শিফটের মধ্য দিয়ে চতুর্থ দিনের পরীক্ষা শেষ হয়। এরপর বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয়ে দুপুর ১টা ৫০ মিনিটে শেষ হয় ছেলেদের পরীক্ষা।
ফলাফল দেখুন এখানে ।
Discussion about this post