শিক্ষার আলো ডেস্ক
প্রথমবার ওয়ার্ল্ড ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী ‘টাইমস্ হায়ার এডুকেশন’ কর্তৃক প্রকাশিত ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।এ বিষয়ে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১১টি, ভারতের ৬৯টি, পাকিস্তানের ৪৮টি ও শ্রীলঙ্কার ২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
জানা যায়, ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০১৯ সাল থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ শুরু করে। যে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বয়স ৫০ বছরের নিচে, শুধুমাত্র তাদের মধ্যে গুণগত মান নিয়ামক এই র্যাঙ্কিং করা হয়। এ বছর ১৩টি মানদণ্ডকে বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক লক্ষ্য, পাঠদান, গবেষণা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিচার করা হয়েছে।
এই ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিষয়ভিত্তিক তুলনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলমান ১১টি বিভাগের র্যাঙ্কিংয়ে ব্যবসায় প্রশাসন ৮ম, ফার্মেসি ও আইন ৬ষ্ঠ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ১০ম, রাষ্ট্র বিজ্ঞান ও জার্নালিজম ৭ম, ইংরেজি ও অর্থনীতি ৯ম এবং সমাজ বিজ্ঞান ৪র্থ স্থান অর্জন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া শিক্ষার্থী-শিক্ষক অনুপাতে ২য় ও ছাত্র-ছাত্রীদের অনুপাতে ৩য় স্থান অর্জন করে প্রশংসিত হয়েছে।
বর্তমানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রার ১২তম বছরেই ৬ হাজারের অধিক শিক্ষার্থীসহ এই ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে এবং ইউজিসি-এর শর্তানুযায়ী আউটকাম বেজড্ কারিকুলাম অনুসরণ করে বছরে দুই সেমিস্টার ভিত্তিতে পাঠদান করা হচ্ছে।
প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যথাক্রমে নর্থ-সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস স্টাডিজ অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
Discussion about this post