শিক্ষার আলো ডেস্ক
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আগামী আগস্ট মাসে প্রকাশ হতে পারে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (৩ জুলাই) এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা শিক্ষকেরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ চলছে। আমরা আশা করছি, আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে।
উল্লেখ্য, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪ হাজারের বেশি চাকুরিপ্রার্থী।
Discussion about this post