শিক্ষার আলো ডেস্ক
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
রোববার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
রুটিন অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস দেখতে ক্লিক করুন-
Discussion about this post